ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২০১২ সালে প্রাকৃতিক বিপর্যয়ে ৩ কোটি মানুষ বাস্তহারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, মে ১৭, ২০১৩
২০১২ সালে প্রাকৃতিক বিপর্যয়ে ৩ কোটি মানুষ বাস্তহারা

ঢাকা: বন্যা, ঘূর্ণিঝড় আর ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ২০১২ সালে তিন কোটির বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। অভ্যন্তরীন উদ্বাস্তু পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) ও নরওয়েজীয় উদ্বাস্তু পরিষদের যৌথ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।



ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৩ কোটি ২৪ লাখ মানুষকে বাস্তুহারা হয়েছে। আর এর ৯৮ শতাংশ হয়েছে জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত ঘটনায়।   অভ্যন্তরীন উদ্বাস্তু পর্যবেক্ষণ কেন্দ্র ও নরওয়েজীয় উদ্বাস্তু পরিষদের গবেষণা দেখা গেছে, জলবায়ুর পরিবর্তনই বারবার প্রাকৃতিক বিপর্যয় হওয়ার কারণ।

এসব উদ্বাস্তুর বেশির ভাগই উন্নয়নশীল দেশগুলোর অধিবাসী। তবে ২০১২ সালে উন্নত দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রে  উদ্বাস্তুর হার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু উন্নত দেশগুলো বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি ব্যাপকভাবে নেওয়ায় এর প্রভাবটা উন্নয়নশীল দেশের মতো চোখে পড়ে না।

সবচেয়ে প্রাকৃতিক বিপর্যয়পীড়ত দেশ হিসেবে উঠে এসেছে এশিয়ার ভারত ও আফ্রিকার নাইজেরিয়ার নাম। প্রাকৃতিক বিপর্যয়ে এসব দেশ ব্যাপক ক্ষতি এখনও বয়ে বেড়াচ্ছে। গত বছর ভারতে দীর্ঘ সময় ধরে বারবার বন্যা হয়েছে। ২০১২ সালে প্রাকৃতিক বিপর্যয়ে ৮২ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে নাইজেরিয়া রেকর্ড করেছে।

২০১২ সালে হারিকেন স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রের সাত লাখ ৭৬ হাজার লোক ঘরছাড়া হয়েছে। কিন্তু দেশটি এর ক্ষয়ক্ষতি পেরিয়ে উঠতে সক্ষম হয়েছে।

আইডিএমসির প্রধান মুখপাত্র ক্লারে স্পুররেল বলেন, “যুক্তরাষ্ট্রে হারিকেন স্যান্ডির পর বাস্তুহারা অধিকাংশ লোকেই পর্যাপ্ত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় পেয়েছে। আর ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের তিন বছর পরও আজও হাইতির হাজার হাজার মানুষ অস্থায়ী তাঁবুতে রয়েছে। ”

গরিব দেশগুলোতে প্রাকৃতিক বিপর্যয় মরার ওপর খাড়া হিসেবে আসে। প্রাকৃতিক বিপর্যয়ে দারিদ্র্য, ক্ষুধা আর সহিংসতা প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবকে ব্যাপক করে তুলে।

গত মার্চে এক গবেষণা প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক উপকূলীয় ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিবেশ সৃষ্ট অভিবাসনের (উদ্বাস্তু) ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।