ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বানর হত্যার দায়ে সাত বছরের জেল

আন্তির্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মে ১৭, ২০১৩
যুক্তরাষ্ট্রে বানর হত্যার দায়ে সাত বছরের জেল

ঢাকা: চিড়িয়াখানার একটি বানরকে হত্যার দায়ে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আইডোহোর এক আদালত। মাইকেল ওয়াটকিন্স নামের ওই ব্যক্তি গত বছর অঙ্গরাজ্যের বয়ইস চিড়িয়াখানায় একটি বানরকে বেদম পেটায়।

এতে বানরটি মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পেলে কয়েকদিন পর মারা যায়।

ওয়াটকিন্স স্বীকার করেছেন, নভেম্বরে বয়ইস চিড়িয়াখানায় তিনি বড় ধরনের চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। এরই এক পর্যায়ে বানরটিকে পেটান।

পুলিশ জানান, গত ১৭ নভেম্বর ভোর বেলা চিড়িয়াখানার নিরাপত্তা বেড়া কেটে ওয়াটকিন্স বানরটিকে চুরি করতে গেলে বানরটি তাকে কামড়ে দেয়। তখন সে বানরটিকে লাথি দিয়ে এবং মারাত্মকভাবে উপর্যুপরি আঘাত করে আহত করে।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, মস্তিষ্কে গুরুতর আঘাতের ফলে বানরটি মারা যায়।

এই ঘটনায় চিড়িয়াখানার কর্মকর্তারা মর্মাহত হয়ে পড়েন এবং চিড়িয়াখানাটি বিশ্বব্যাপী পশু প্রেমীদের থেকে যথেষ্ট সহানুভূতি ও অনুদান পায়।

স্তন্যপায়ী প্রাণীটি ছিল চিড়িয়াখানার দুটি পাতাস প্রজাতির বানরের একটি। আফ্রিকার স্থলচরের এ প্রজাতির বানরগুলো লম্বায় ২ ফুটের বেশি আর ওজনে ৩৫ পাউন্ড। চিড়িয়াখানায় এদের সচরাচর দেখা না গেলেও বন্যপ্রাণীদের মধ্যে এরা  বিপন্ন নয়।

উল্লেখ্য, ডিসেম্বরে নিউইয়র্কের রোজামান্ড জিফফার্ড চিড়িয়াখানা বয়েজ চিড়িয়াখানাকে পাটাস প্রজাতির দুটি স্ত্রী বানর দান করে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা,  মে ১৭, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।