ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, মে ১৭, ২০১৩
পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০

ঢাকা: পাকিস্তানের মালাকান্দে শুক্রবার জুমার নামাজের পর দুটি মসজিদের কাছে পৃথক দুটি বোমা হামলায় ১০ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।

মালাকান্দের জেলা প্রশাসক আমজাদ আলি হতাহতের সংখ্যা তবে তিনি বলেছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে।



এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবারের নামাজের পর বাজদারা এলাকার বার ক্যালি এবং জামিয়া মসজিদে পৃথক দুটি বোমা বিস্ফোরণ হয়।

আলম খান নামের ওই ব্যক্তি জানান, বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনের মতো। আহতের মধ্যে ৩০ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী বানার জেলার ৩৫-৪০ কিলোমিটার দূরবর্তী বালাকান্দে কারফিউ জারি করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।