ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে বাকুবা শহরের একটি মসজিদের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত ও অনেকে আহত হয়েছে। অন্যদিকে বাগদাদের দক্ষিণে একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৭ জন।
পুলিশ ও হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, একটি মসজিদে থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। ওই মসজিদে সুন্নিপন্থিরা নামাজ পড়ে।
অন্য দিকে পুলিশ জানিয়েছে, বাগদাদের দক্ষিণে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকে শিয়া-সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে গেছে। বৃহস্পতিবার কিরকুকের একটি শিয়া মসজিদে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়। এর আগের দিন সহিংসতা নিহতদের আত্মীয়-স্বজনরা জড়ো হয়েছিলেন ওই মসজিদটিতে।
শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে রাজধানীর বিভিন্ন শিয়া অধ্যুষিত জেলাগুলোতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়। বুধবার ইরাকজুড়ে শিয়া অঞ্চলগুলোতে লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়।
গত মাসে হাবিজা শহরের কাছে সরকারবিরোধী সুন্নিদের বিক্ষোভ শিবিরে সেনাবাহিনী অভিযান চলানোর পর থেকেই সাম্প্রদায়িক সহিংসতা বাড়ছে। ওই অভিযানে ৫০ জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com