ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারে ২০ জনের বেশি রাজনৈতিক বন্দী মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, মে ১৭, ২০১৩
মিয়ানমারে ২০ জনের বেশি রাজনৈতিক বন্দী মুক্তি পেলেন

ঢাকা: মিয়ানমার সরকার ২০ জনের বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। মিয়ানমারের প্রেসিডেন্টে থেইন সেইনের যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগের ঠিক কয়েক ঘণ্টা আসে এ ঘোষণা দেয় সরকারি কর্মকর্তারা।



দ্রত সংস্কারের অংশ হিসেবে সাবেক জেনারেল থেইন সেইন ২০১১ সালে ক্ষমতা নেওয়ার পর শতাধিক রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছেন। থেইন সেইনের এমন সংস্কারের কারণে পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

তবে মানবাধিকারকর্মীদের দাবি, এখনও মিয়ানমারের কারাগারে প্রায় ২০০ রাজনৈতিক বন্দী রয়েছে।

সাবেক সামরিক শাসিত রাষ্ট্রটির ওপর থেকে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন সব শর্ত তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরের দিন ডজন সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়।

শুক্রবার যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে বিরোধী দলীয় নেতা মিও জিনও রয়েছে। মুক্তির পর একটি সংবাদ মাধ্যমকে তিনি টেলিফোনে জানান, “এই সংস্কার প্রক্রিয়ায় কর্তৃপক্ষকে সহায়তা করার আমন্ত্রণ জানানো হয়েছে আমাকে। ”

তিনি আরও বলেন, “সংস্কার প্রক্রিয়ার জন্য আমাদের ভালো ভিত রয়েছে। পুরোনো যুগ থেকে সরে এসে আমাদের এগিয়ে যেতে হবে। ”

১৯৬৬ সালের পর মিয়ানমারের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করছেন থেইন সেইন। সোমবার তাকে হোয়াইট হাউজে সংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার তিনি মিয়ানমারে ফিরবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।