ঢাকা: পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছে অলিভিয়া। বয়স মাত্র ৪।
হলুদ রংয়ের একটি ক্যাঙ্গারু পোশাক পড়ে চলে গেল সে সত্যিকারের ক্যাঙ্গারুর দলে। সঙ্গে নিল ক্যাঙ্গারুর মতো নিজের জামার পকেটে একটি বাচ্চা ক্যাঙ্গারু।
বেশ কিছুক্ষণ ক্যাঙ্গারুর সঙ্গে ভাব বিনিময় করল জেন রায়নারের মেয়ে অলিভিয়া। একটি বাচ্চা ক্যাঙ্গারুকে সঙ্গে নেওয়া খাবারও দিল অলিভিয়া।

আমরাও আশ্বর্য যে এই পার্কের ক্যাঙ্গারুগুলো এতোই পোষ্য। ”
পার্কের কর্তৃপক্ষের বক্তব্য, তারা ক্যাঙ্গারুগুলো ছোট থেকেই পোষ্যপ্রাণীর মতো করে গড়ে তুলেছেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com