ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শিশুরা কিনা পারে...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ১৭, ২০১৩
শিশুরা কিনা পারে...

ঢাকা: পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছে অলিভিয়া। বয়স মাত্র ৪।

চিড়িয়াখানায় এসে যদি পশুর সঙ্গে মোলাকাতই না হয় তাহলে কেন চিড়িয়াখানা ঘোরা।

হলুদ রংয়ের একটি ক্যাঙ্গারু পোশাক পড়ে চলে গেল সে সত্যিকারের ক্যাঙ্গারুর দলে। সঙ্গে নিল ক্যাঙ্গারুর মতো নিজের জামার পকেটে একটি বাচ্চা ক্যাঙ্গারু।

বেশ কিছুক্ষণ ক্যাঙ্গারুর সঙ্গে ভাব বিনিময় করল জেন রায়নারের মেয়ে অলিভিয়া। একটি বাচ্চা ক্যাঙ্গারুকে সঙ্গে নেওয়া খাবারও দিল অলিভিয়া।

childaaঅস্ট্রেলিয়ার তাসমানিয়ার জুডু বন্যপ্রাণী পার্কে ক্যাঙ্গারু সেজে ক্যাঙ্গারুর সঙ্গে ছোট্ট অলিভিয়ার খেলার এই দৃশ্য ধারণ করে রেখেছেন মা জেন রায়নার। রায়নার বলেন, “ক্যাঙ্গারুটি খুবই আগ্রহী ও সম্ভবত বিভ্রান্ত হয়েছিল। ”

আমরাও আশ্বর্য যে এই পার্কের ক্যাঙ্গারুগুলো এতোই পোষ্য। ”

পার্কের কর্তৃপক্ষের বক্তব্য, তারা ক্যাঙ্গারুগুলো ছোট থেকেই পোষ্যপ্রাণীর মতো করে গড়ে তুলেছেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।