ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঘুষগ্রহণকালে দিল্লিতে দুই সিবিআই কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, মে ১৮, ২০১৩
ঘুষগ্রহণকালে দিল্লিতে দুই সিবিআই কর্মকর্তা আটক

কলকাতা: ঘুষ গ্রহণকালে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) হাতেই ধরা পড়েছেন সংস্থাটির উচ্চপদস্থ দুই কর্মকর্তা।

দফতরের বাইরে এক ব্যক্তির কাছ থেকে ৭ লাখ ভারতীয় রুপি ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন সিবিআই ইন্সপেক্টর রাজেশ।



তিনি সুপারিনটেন্ডেট অব পুলিশ পদমর্যাদার কর্মকর্তা ভিবেক ডটের হয়ে এ ঘুষ লেনদেন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়াদিল্লির সিবিআই অফিস এলাকা থেকে সিবিআই কর্মকর্তা ভিবেক ডটকে আটক করে সিবিআই। এ উচ্চপদস্থ কর্মকর্তা কয়লা কেলেঙ্কারি তদন্ত দলের অন্যতম সদস্য। একই ঘটনায় আটক করা হয়েছে সিবিআইয়েরই আরেক কর্মকর্তা ইন্সপেক্টর রাজেশকে।

জানা যায়, জমি সংক্রান্ত একটি সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে এই ঘুষ আদান-প্রদান করা হচ্ছিল।

এদিকে, উচ্চপদস্থ কর্মকর্তাসহ দুই সিবিআই কর্মকর্তার এভাবে ঘুষ গ্রহণ করার ঘটনা রাজধানী দিল্লিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, এমন সময় এ ঘটনা ঘটলো, যখন সিবিআইকে সংস্থাটির নিজের নিরপেক্ষতা ও দক্ষতার দিকে নজর দিতে সতর্ক করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ঘটনা সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাকে আবারো প্রশ্নের সম্মুখীন করলো।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৮, ২০১৩  
ভিএস/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।