কোলকাতা: ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ আমন্ত্রণে সাড়াও দিয়েছেন ড. মনমোহন সিং।
মার্কিন প্রেসিডেন্টের পক্ষে সে দেশটির ডেপুটি সেক্রেটারি উইলিয়াম বারনস ভারতীয় প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান। তিনি বর্তমানে ভারত সফর করছেন।
মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে তিনি বারাক ওবামার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান।
ধারণা করা হচ্ছে, মনমোহন সিংহের ওয়াশিংটন সফর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সফর সূচির সঙ্গে মিলিয়ে করা হবে।
বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এ সফর হবে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সফর।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৩
কেসি/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর