ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নতুন বাহিনী গঠনে প্রণব মুখার্জির সম্মতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মে ১৮, ২০১৩
পশ্চিমবঙ্গে নতুন বাহিনী গঠনে প্রণব মুখার্জির সম্মতি

কলকাতা: পশ্চিমবঙ্গের জন্য আলাদা বাহিনী গঠনে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ‘স্পেশালাইজড ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন’ নামে নতুন এ বাহিনী গঠনের উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।



আপাতত কেন্দ্রীয় সরকারই স্পেশালাইজড ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের বেতনসহ আনুষঙ্গিক খরচ বহন করবে । রাজ্যকে এর জন্য কোনো খরচ দিতে হবে না।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এ বাহিনী তৈরির সম্মতি পেয়েছেন। খুব তাড়াতাড়ি এ বাহিনী গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে।
    
নতুন এ বাহিনী প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার পাশাপাশি, নাশকতা দমনের ক্ষেত্রেও কাজ করবে বলে জানা গেছে।

শুরুতে এ বাহিনীর জন্য পাঁচ বছরে ৯০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। সঙ্গে দেওয়া হবে আনুষঙ্গিক খরচও। তবে ১৮ মাসের মধ্যেই বাহিনী গঠনের কাজ শেষ করতে বলেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, মে ১৮, ২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।