ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় ‘জাদুঘর জমজমাট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মে ১৮, ২০১৩

কলকাতা: বিশ্ব জাদুঘর দিবস ১৮ মে। সংগ্রশালাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস (আইসিওএম)’ এর উদ্যোগে দিনটি পালিত হয়ে আসছে ১৯৭৭ থেকে।



এ বছর বিশ্বের ১২০টি দেশের প্রায় ত্রিশ হাজার মিউজিয়াম পালন করছে দিনটি।

এ উপলক্ষে শনিবার সকালে ‘জাদুঘর জমজমাট’ শিরোনামে দু’দিনের অনুষ্ঠান শুরু হয়েছে ভারতীয় জাদুঘরে।

অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য রাখেন গৌতম সেনগুপ্ত, অনুপ মতিলাল, সুপ্রিম চন্দ ও ইন্দ্রজিৎ চৌধুরী।

দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে শহরের অন্য সংগ্রহশালাগুলোও। জোকার গুরুসদয় সংগ্রহালয়ে বিকেল পাঁচটায় রয়েছে একটি আলোচনা অনুষ্ঠান।

বরুণকুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘বঙ্গীয় প্রেক্ষিতে জৈন ধর্ম ও দর্শন চেতনা’ নিয়ে আলোচনা করবেন অভিজিৎ ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানটির যৌথ সহযোগিত‍ায় রয়েছে দক্ষিণী।

বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, মে ১৮, ২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।