ঢাকা: উত্তর কোরিয়া শনিবার তিনটি স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়, শনিবার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে দুটি এবং বিকালে একটি স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়।
যে কোনো ধরণের প্ররোচনার ক্ষেত্রে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণে করছেন বলেও জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার জন্য নতুন ঘটনা নয়, কিন্তু মন্ত্রনালয় নিশ্চিত নয় এটি পরীক্ষামূলক কার্যক্রম ছিল কি না।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১৮ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com