ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, মে ১৮, ২০১৩
এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী

ঢাকাঃ প্রথম সৌদি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন রাহা মোহাররাক (২৫)।

তিনি শুধুমাত্র সৌদির প্রথম নারী এভারেস্ট জয়ী নন, সবচেয়ে কম বয়সী আরব নারী হিসেবেও এভারেস্টে পা রাখলেন।



তার দু:সাহসিক এই অভিযানের সঙ্গী ছিলেন চারজন। এদের মধ্যে ছিলেন প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গে যাওয়া একজন কাতারি এবং ফিলিস্তিনি পুরুষ।

জেদ্দায় জন্ম নেওয়া রাহা মোহাররক সম্প্রতি দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন।

তার সম্পর্কে দলের ‍অন্য সদস্যরা জানান, সৌদি আরবের মত একটি রক্ষণশীল মুসলিম দেশ; যেখানে নারী অধিকার খুবই সীমিত সেখান থেকে অনেক বাঁধা ভেঙ্গে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন।

জানা যায়, মা-বাবার কাছ থেকে এভারেস্ট অভিযানে অনুমতি পাওয়ার জন্য রাহাকে অনেক কষ্ট করতে হয়েছে। এটাকে রাহা এভারেস্ট চূড়ায় পৌছানোর মতোই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।

তবে ‌রাহার প্রতি এখন তার মা-বাবার পূর্ণ সমর্থন রয়েছে।

রাহা মোহাররক বলেন, “আমি প্রথম হয়েছি সেটা কোন বিষয় না, যদি না দ্বিতীয় কেউ এটি দেখে অনুপ্রাণিত হয়। ”

বাংলাদেশ সময়ঃ ১৯২০ ঘণ্টা, মে ১৮ ২০১৩।
সম্পাদনাঃ আশুরা জামান ও কবির হোসেন নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।