ঢাকা: মিয়ানমার সরকারকে তাদের পুনর্গঠনমূলক কাজ চালিয়ে যেতে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্র ২০১৪ অর্থবছরে দেশটিকে ৭৫.৪ মিলিয়ন ডলারের অনুদান দেয়ার প্রস্তাব দিয়েছে।
এই অর্থ ২০১২ অর্থবছরের তুলনায় ২৮.৮ মিলিয়ন ডলার বেশি।
তবে কয়েকজন আইন প্রনেতারা ওবামা প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, মিয়ানমারকে দেয়া যুক্তরাষ্ট্রের এই বর্ধিত অনুদান সময়োপযোগী নয়।
গত কয়েক মাস ধরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা এবং রাজনৈতিক বন্দীদের আটক রাখার কারনেই তারা এই মত পোষণ করেন।
এই প্রসঙ্গে, মিয়ানমারে চলতে থাকা পুনর্গঠন মূলক কাজগুলোকে সমর্থন জানিয়ে মার্কিন রাজনীতিবিদ স্টিভেন জোসেফ শ্যাবট বলেছেন,“আগামী সপ্তাহে রাষ্ট্রপতি থেইন সেইনের হোয়াইট হাউস সফর সম্ভবত খানিকটা সময়োপযোগী নয় বলে মনে করি আমি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৮ মে, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর