কলকাতা: কলকাতা ইন্টারন্যাশনাল ক্লাবে ‘আর কে এইচ আই ভি এইডসে’র উদ্যোগে শুরু হয়েছে এক স্বাস্থ্য শিবির মেলা।
শনিবার বিকেলে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার মূল উদ্যোক্তা ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের অলেন্দু গোস্বামী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের আনিসুর রহমান, ড. ভাস্কর দাস, ড. চঞ্চল গোস্বামী ও কলকাতা ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি শ্রাবন সিং রাঠোর।
আনিসুর রহমান বলেন, “এ ধরনের স্বাস্থ্য শিবির আরও বেশি করে হওয়া উচিত। এতে মানুষের শুধু উপকৃত হবে তা নয়, মানুষ আরও সচেতন হবে। আমি চিকিৎসা সংক্রান্ত বিশেষ কিছু বুঝি না। তবুও এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভালো লাগছে। ”
ক্লাব সভাপতি বলেন, “এরকম অনুষ্ঠানের জন্য ক্লাব প্রাঙ্গণ যতবার দরকার, ততবার আমি ব্যবস্থা করে দেব। ”
ড. ভাস্কর দাস বলেন, “এ ধরনের অনুষ্ঠানে আমরা সরকারের কোনো অনুদান পাইনি। পেলে হয়ত আরও বড় করে করার ভাবনা থাকতো। তবে আমরা সরকারকে এ বিষয়ে সব কিছুই জানিয়েছি। চেষ্টা করছি পশ্চিমবাংলার তথা ভারত এবং বাংলাদেশেও এ ধরনের শিবির আরও বেশি করে যেন হয়। তাতে সরকার সাহায্য করুক বা না করুক। ”
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অলেন্দু গোস্বামী বলেন, “কলকাতার পর এবার আমরা খুব শীঘ্রই বাংলাদেশে অনুষ্ঠান করব। ”
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৮, ২০১৩
ভিএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর