ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আটকে গেল আফগানিস্তানে নারীর অধিকার নিয়ে আইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, মে ১৮, ২০১৩
আটকে গেল আফগানিস্তানে নারীর অধিকার নিয়ে আইন

ঢাকা: আফগানিস্তানে নারীর প্রতি সহিংসতা রোধে একটি আইন দেশটির পার্লামেন্টে আটকে গেছে। আইনটি পাস করা নিয়ে পার্লামেন্টে ১৫ মিনিট তুমুল বিতর্ক হওয়ার পর পার্লামেন্ট তা বাতিল করে দেয়।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়,  আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০০৯ সালে একটি আদেশের মাধ্যমে নারীর বিরুদ্ধে সহিংসতা, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ে বন্ধ করার বিষয়ে একটি আইন জারি করেন। আইনটি নিয়ে কনজারভেটিভ ও সেক্যুলারদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়।

আইনটি নিয়ে ধর্মীয় নেতাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১৮ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।