ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাঙালির গর্ব ছন্দা গায়েনের এভারেষ্টশৃঙ্গ জয়

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মে ১৯, ২০১৩
বাঙালির গর্ব ছন্দা গায়েনের এভারেষ্টশৃঙ্গ জয়

কলকাতা: এভারেষ্ট শৃঙ্গে পা রাখলেন আরো এক বাঙালি নারী। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার মেয়ে  ছন্দা গায়েন (৩৫) শনিবার জয় করলেন সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।



সকাল সাতটায় তিনি তার এভারেষ্ট অভিযান সফল করেন। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকজন অভিযাত্রী শনিবার এই অভিযান সম্পন্ন করেছেন।

দরিদ্র পরিবারের মেয়ে ছন্দা হাওড়ায় একটি দোকান চালান। ২০১১ সালে তার বাবা মারা যান। মেয়ের এই সাফল্যের খবর আসতেই আবেগে চোখের জলকে বাঁধ দিয়ে রাখতে পারেননি ছন্দার মা।

হাওড়ার পর্বতারোহীদের ক্লাব ‘ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন’ থেকেই পাহাড়ে ওঠার হাতেখড়ি হয় ছন্দার। এরপর তিনি ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং’-এ প্রশিক্ষণ নেন।

ছন্দার সঙ্গে একই দিন মনিপুরের একাদশ শ্রেণির ছাত্র নামেইরাকপাম চিঙ্খেইনগানবা উত্তর পূর্ব ভারতের সর্ব কনিষ্ঠ আরোহী হিসেবে এভারেষ্ট জয় করেন।

এছাড়াও মনিপুরের মেয়ে এন বিদ্যাপতি প্রথম মনিপুরী নারী যিনি শনিবার এভারেষ্ট জয় করলেন। এর আগে পশ্চিমবঙ্গ থকে ২০০৪ সালে মেজর শিপ্রা মজুমদার ও ১৯৯৪ সালে কুঙ্গা ভুটিয়া এভারেষ্ট শৃঙ্গে পদার্পন করেন।

এভারেষ্ট আরোহনের খরচের ১৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার জোগান দেয় রাজ্য সরকার। কিন্তু বাকি টাকা জোগাড় করতে হয়েছিল ছন্দাকেই। নিজের সামান্য স্বর্ণালঙ্কার বন্দক রেখেও কিছু টাকা তাকে জোগাড় করতে হয়েছে।

ছন্দার এই সাফল্য আগামী দিনে নারী পর্বতারোহীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন পশ্চিম বাংলার পর্বতারোহীরা।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৩  
ভিএস/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।