নয়াদিল্লি: কর্নাটক জয়ের রেশ থাকতে থাকতেই শক্ত হাতে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের রাশ ধরলেন রাহুল গান্ধী। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জর অন্ধ্র কংগ্রেসে ঐক্য ফেরাতে নেতা-বিধায়কদের প্রতি রাহুলের বার্তা- দল বাঁচলে তাঁরা বাঁচবেন, দল না থাকলে তাঁরাও থাকবেন না।
রাজ্যের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি এবং নেতা-সাংসদদের সঙ্গে ইতোমধ্যেই তিন দফার বৈঠক সেরেছেন রাহুল। অন্ধ্রের দায়িত্বে থাকা গুলাম নবি আজাদও গত তিনদিন ধরে মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন।
বস্তুত কর্নাটকে বিজেপি-র যা অবস্থা ছিল, অন্ধ্রে কংগ্রেসের অবস্থাটা সেরকমই। কর্নাটকে বিজেপিকে শেষ করে দিয়েছেন ইয়েদুরাপ্পা। আর অন্ধ্রে সেই জায়গা নিয়েছেন রাজশেখর রেড্ডির ছেলে জগম্মোহণ রেড্ডি। এই বিরোধের সুযোগ নিতে বসে আছেন চন্দ্রবাবু নাইডু।
তবে দুই রাজ্যের মূল ফারাক, অন্ধ্রে খাদ্যসুরক্ষাসহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়েছেন কিরণকুমার। এ ধরনের প্রকল্পে ভবিষ্যতে আরও জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন রাহুল। কেরালার তিরুঅনন্তপুরমে একটি জনসভায় খাদ্যসুরক্ষা বিল পাশ করতে না দেওয়ার জন্যও বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ১৯ মে ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস