ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কারজাই সরকারকে অস্ত্র দেয়ার ঘোষণা নয়াদিল্লির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, মে ১৯, ২০১৩
কারজাই সরকারকে অস্ত্র দেয়ার ঘোষণা নয়াদিল্লির

নয়াদিল্লি থেকে: আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের আসন্ন ভারত সফরের আগেই নয়াদিল্লি জানিয়ে দিল- উপযুক্ত ফোরামের মাধ্যমে অনুরোধ এলে ভারত আফগানিস্তানে অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সইদ আকবরুদ্দিন বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে ভারত সাধ্যমতো আফগান সরকারের অনুরোধ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।

নির্দিষ্ট কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলি উত্থাপন করতে হবে। ’

সম্প্রতি ভারতের সঙ্গে প্রতিরক্ষাগত সম্পর্ক দৃঢ় করার আবেদন জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত শাইদা আবদালি। ভারতকে আফগানিস্তানে অস্ত্র সরবরাহের অনুরোধ জানান তিনি। তারই ফলশ্রুতিতে এই ঘোষণা।

আকবরুদ্দিনের বলেন, ‘আফগানিস্তানে উন্নয়নমূলক কাজ চালাতে ভারত আগ্রহী। জারাঞ্জ থেকে দেলারাম পর্যন্ত ২১৮ কিলোমিটার রাস্তা বানাতে সাহায্য করেছে ভারত। বছরে প্রায় দুই হাজার আফগান নাগরিককে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু ভারত এও জানে যে কিছু রাজনৈতিক বিষয়কে উপেক্ষা করা যায় না। ’

আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত ভারত সফর করবেন হামিদ কারজাই। গত বছর নভেম্বরে শেষবার এসেছিলেন তিনি। এবার চণ্ডীগড়ের একটি বিশ্ববিদ্যালয়ে তাঁর হাতে সাম্মানিক ডক্টরেট তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভারত সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘন্টা,  মে ১৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।