কলকাতা: ভারতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে ৪৭.৬০ ডিগ্রি সেন্টিগ্রেড।
রোববার ভারতের আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানান।
শনিবার নাগপুর লাগোয়া চন্দ্রপুর জেলায় তাপমাত্রা ছিল ৪৭.৬০ ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এ বছর ভারতের সবচেয়ে বেশি তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই তাপপ্রবাহের থেকে রক্ষা পেতে অনেক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে ওয়াধ্রা,কঙ্কণ,বান্দ্রা এবং উত্তর মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড বিরাজ করছে।
এই তাপপ্রবাহের ফলে সরকারের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়।
গত দশদিন আগে নাগপুরে ৪৬.৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে ভারতের দক্ষিণ দিকে আন্দামান নিকবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই পুরো ভারতে বর্ষা নামবে বলে আশা করা হচ্ছে ।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১৯, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস