ঢাকা: ইরানের নাগরিক হওয়া সত্ত্বেও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দু’জন গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান সরকার।
এক বিবৃতিতে তেহরান জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ’কে ইরানের জাতীয় গোঁপন ও বিভিন্ন নিরাপত্তা বিষয়ক তথ্য প্রদান এবং ওই গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করার কারনে মুহাম্মদ হেইদারি নামক একজনকে ফাঁসি দেওয়া হয়েছে।
আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ইরানের অভ্যন্তরীন বিভিন্ন গোয়েন্দা তথ্য সরবরাহের জন্য কোরৌস আহমাদিকে ফাঁসি দেয়া হয়।
বিবৃতিতে আর কোন তথ্য দেয়া হয়নি।
এর আগে গত বছরের মে মাসে মোসাদের হয়ে কাজ করার জন্য মজিদ জামিলিকে ফসি নামে আরেকজনকে ফাঁসি দিয়েছিল আহমেদিনেজাদ সরকার।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ১৯ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com