ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দলের নেতা খুন: এমকিউএমকে দুষলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, মে ১৯, ২০১৩
দলের নেতা খুন: এমকিউএমকে দুষলেন ইমরান

ঢাকা: নিজ দলের সিনিয়র নেতা খুনের দায় সরাসরি মুত্তাহিদী কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের উপর চাপালেন পাকিস্তান তেহরিক-ই ইসলাম (পিটিআই) দলের প্রধান ইমরান খান।

এমকিউএম দলের প্রধান আলতাফ হোসেনকে এই খুনের জন্য দায়ী করে ইমরান খান এক বিবৃতিতে জানান, বিভিন্ন সময় আলতাফ হোসেন আমাদের দলের নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছে।

সুতরাং এই খুনে তারই হাত রয়েছে।

শনিবার রাতে তেহরিক-ই ইসলাম দলের নেতা জারা ইউসুফ শহিদ হত্যার কয়েক ঘন্টা পর ইমরান খানের পক্ষ থেকে এই বিবৃতি আসল। হাসপাতালের বেডে শুয়ে তিনি এই বিবৃতি দেন।

হত্যার বর্ণনা দিতে গিয়ে পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্তরা জারার হাতব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পাকিস্তানি পুলিশের সিনিয়র কর্মকর্তা নাসির আফতাব জানান, আপতদৃষ্টিতে এটা একটি হ্যান্ডব্যাগ চুরির ঘটনা। আমরা বিভিন্ন দৃষ্টিকোন থেকে তদন্ত করছি। আশা করছি, দ্রুত খুনের মোটিভ উদঘাটন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৯ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।