ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চার লাখ ডলারে লেনন-হ্যারিসনের গিটার বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, মে ১৯, ২০১৩
চার লাখ ডলারে লেনন-হ্যারিসনের গিটার বিক্রি

ঢাকা: প্রয়াত গীতারবাদক জন লেনন এবং জর্জ হ্যারিসনের ব্যবহৃত একটি গিটার নিলামে ৪ লাখ ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে।

লেনন-হ্যারিসন দু’জনই ষাটের দশকের বিখ্যাত রক-পপ ব্যান্ড ‘বিটলস’ এর সদস্য ছিলেন।



চার সদস্য বিশিষ্ট লাইনআপের ওই ব্যান্ডের অন্য দুই সদস্য ছিলেন পল ম্যাককার্টনি এবং রিংগো স্টার্র।

শনিবার নিউইয়র্কের ম্যানহাটোনে হার্ড রক ক্যাফেতে এক নিলামে গিটারটি বিক্রি করা হয়।

নিলাম অনুষ্ঠানটির আয়োজন করে ক্যালিফোর্নিযা ভিত্তিক প্রতিষ্ঠান জুলিয়ান। তবে প্রতিষ্ঠানটি মার্কিন ওই ক্রেতার নাম উল্লেখ করেনি।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি গিটারের দাম ২-৩ লাখ ডলার উঠবে বলে ধারণা করলেও ৪ লাখ ডলারে ‘অমূল্য’ এই বাদ্যযন্ত্রটি বিক্রি করতে পেরে তারা সন্তুষ্ট।

ইলেকট্রিক এই গিটারটি ১৯৬৬ সালে ভক্স নামের একটি প্রতিষ্ঠান তৈরী করেছিল।

লেনন মারা যাওয়ার আগে ১৯৬৭ সালে গিটারটি তার বন্ধু আলেক্সিস মারদাসকে দিয়ে গিয়েছিলেন। মারদাসের ২৫তম জন্মদিন উপলক্ষে লেনন গিটারটি উপহার হিসেবে দিয়েছিলেন তাকে।

বিখ্যাত এই গিটারটি লেনন ১৯৬৭ ‘হ্যালো এন্ড গুডবাই’ মিউজিক ভিডিওতে ব্যবহার করেছিলেন। একই বছর জর্জ হ্যারিসন তাঁর বিখ্যাত ‘ম্যাজিক্যাল মিস্ট্রি ট্যুরে’ও এই গিটারটি ব্যবহার করেন।

জন লেনন ১৯৮০ সালের ডিসেম্বরে এক ভক্তের গুলিতে নিহত হন।   ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জর্জ হ্যারিসন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ১৯ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanes24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।