ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেঘালয়ে শহীদ স্মৃতি ফলক উন্মোচন ২৫ মে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, মে ১৯, ২০১৩
মেঘালয়ে শহীদ স্মৃতি ফলক উন্মোচন ২৫ মে

কলকাতা : ১৯৭১ সালের ২৫ মে’র স্মৃতিকে স্মরণ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের শহর মেঘালয়ে আগামী ২৫ মে বাংলাদেশ-ভারত যৌথভাবে শহীদ স্মৃতি ফলকের আবরণ উন্মোচন করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ প্রধান জেনারেল সুভাস  জোশি এদিন একসাথে এই ফলকের আবরণ উন্মোচন করবেন।



৪২ বছর আগে ১৯৭১ এর ২৫শ মে ২০০ পাকিস্তানি সৈন্যের একটি দল কালিপাড়া বর্ডার পোস্টে আক্রমণ করে।

সেই সময় বিএসএফ জাওয়ানরা এই পোস্ট টহল  দিচ্ছিল। এই আক্রমণ ৯ জন বিএসএফ সদস্য শহীদ হন।

প্রায় ভুলে যাওয়া এই লড়াইকে সম্মান জানতে বিএসএফ তরফে এই প্রচেষ্টা বলে জানান বিএসএফ প্রধান। তিনি বলেন, এই ইতিহাস বিএসএফ প্রতিবেশী বাংলাদেশের সাথে ভাগ করে নিতে চায়।

ইতিহাসকে মনে করিয়ে দিয়ে জেনারেল সুভাস জোসি জানান, দুই দেশের দুই সেনা প্রধান আগামী ২৫ মে এই ঘটনাকে সন্মান জানিয়ে এক কুচকাওয়াজে অংশ নেবেন। এ অনুষ্ঠান দু দেশের স্বরাষ্ট্র দপ্তরের মিলিত উদ্যোগে গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৩  
ভাস্কর সরদার/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।