ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কর্নাটক মন্ত্রিসভায় নতুন মুখের ভীড়

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, মে ১৯, ২০১৩

নয়াদিল্লি : পূর্বতন শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভর করে সাত বছর পর কর্নাটকের মসনদ পুনর্দখল করেছে কংগ্রেস। সেই সমীকরণ মাথায় রেখেই শপথ গ্রহণের পাঁচ দিন পর নতুন মন্ত্রিসভা সাজালেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।



শপথগ্রহণ করেছেন ২০ জন পূর্ণমন্ত্রী ও ৮ জন প্রতিমন্ত্রী। সেই তালিকায় লক্ষ্যণীয়ভাবে অনুপস্থিত বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জড়ানো বিধায়করা। বিপুল ভোটে জিতে এলেও খনি কেলেঙ্কারিতে নাম জড়ানোয় বাদ রাখা হয়েছে রাজ্যসভা সদস্য অনিল লাদকে।

বাদ প্রদেশ কংগ্রেস কমিটির সাবেক সভাপতি ডি কে শিবকুমার ও আর রোশন বেগও। মন্ত্রিসভায় এসেছেন সাবেক কেন্দ্রীয়মন্ত্রী ভি শ্রীনিবাস প্রসাদ ও এম এইচ অম্বরীশ। সভায় মহিলা এক জনই, অভিনেত্রী উমাশ্রী।
    
নতুন মন্ত্রিসভা নিয়ে অবশ্য দলের অন্দরেই ক্ষোভ রয়েছে প্রচুর। শিবকুমারের বাদ পড়ার প্রতিবাদে এ দিন ধর্ণায় বসেন কংগ্রেস কর্মীরা। মালকা রেড্ডিকে বাদ রাখার প্রতিবাদে ইয়াদগিরে জেলা অফিস ভাঙচুর করেন তাঁর সমর্থকরা।

পুরনো কোনও বিধায়ককে মন্ত্রিত্ব দেননি সিদ্দারামাইয়া। এ নিয়েও বিতর্ক রয়েছে। একাংশের অভিযোগ, মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নেই অনেকগুলি জেলার।

বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।