ঢাকা: তিউনিশিয়ায় সভা করতে না দেয়ায় ইসলামিক দল সালাফির শত শত কর্মীর সঙ্গে পুলিশের সঘর্ষ হয়েছে।
তিউনিশিয়ার ঐতিহ্যবাহী ইসলামী দল আনসার আল শারিয়ার সালাফি আন্দোলনে তাদের পাঁচ শতাধিক সমর্থকরা রোববার রাজধানী তিউনিশের একটি শহরতলিতে একত্রিত হয়।
সরকার কাইরৌয়ানের কেন্দ্রীয় শহরে তাদের বার্ষিক মহাসভা আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করে জানায় এটি জনসাধারণের নিরাপত্তার উপর একটি হুমকি স্বরূপ।
সে সময় পুলিশ দলটির ক্ষিপ্ত নেতাকর্মীদের লক্ষ্যে করে কাঁদানে গ্যাস আর ফাকা গুলি ছোড়ে। দলটির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে।
রোববার আনসার আল শারিয়া তিউনিশের শহরতলি ইত্তাধামেনে সভায় আসার জন্য সামাজিক গনমাধ্যম ফেসবুকের একটি পেজের মাধ্যমে তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানায়।
দলটি জানায়, শুক্রবার কাইরৌয়ানে সভা করার উপর সরকারের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত অনুসারে তারা তাদের সভা ইত্তাধামেনের দিকে এগিয়ে নেয়।
তারা শহরের নিরাপত্তা বজায় রাখতে কাইরৌয়ান থেকে দূরে থাকতে সমর্থকদের সতর্ক করে দেন।
উল্লেখ্য, শুক্রবার সরকার জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অবজ্ঞা প্রদর্শন, সরকারের বিরুদ্ধে সহিংসতা প্রণোদন এবং জনসাধারণের নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করায় আনসার আল শারিয়া দলটির সভার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৩
সম্পাদনা : বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর