ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন চীনা প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ১৯, ২০১৩
প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন চীনা প্রধানমন্ত্রী

ঢাকা: মার্চে চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে গেলেন লি কেকিয়াং। ভারতের মাধ্যমেই তিনি এই সফর শুরু করলেন।

এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মূলত দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ সীমান্ত সমস্যা নিরসন এবং বানিজ্যিক সম্পর্ক দৃঢ় করার জন্যই চীনা প্রধানমন্ত্রীর এই সফর।

এদিকে দিল্লীর রাজনীতিক বিশ্লেষকরা প্রথম সফর হিসেবে চীনের প্রধানমন্ত্রী ভারতকে বেছে নেওয়ায় বিষয়টি বেশ গুরুত্ব সহকারে দেখছেন।

দিল্লী-ভিত্তিক রাজনীতিক বিশ্লেষক ভাস্কর রায় বলেন, চীনের প্রেসিডেন্টের এই সফর প্রমান করে দুই দেশের মধ্যে সম্পর্কের পরিবর্তন হচ্ছে।

ভারতের পর লি কেকিয়াংয়ের পাকিস্তান, সুইজারল্যান্ড এবং জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৯ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।