ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার দার্জিলিং থেকে ২ পাকিস্তানি গুপ্তচর আটক

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, মে ২০, ২০১৩

কলকাতা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে রোববার সন্ধ্যায় দার্জিলিং জেলার কালিংপং থকে ২ জনকে আটক করেছে কালিংপং পুলিশ। মগন বাহাদুর সিং ও মিসো সাউরিয়াকে গ্রেফতার করা হয় এই অভিযোগে।



মগন কালিংপংয়ের ছোট আদালপুর ও মিসো পানিঘাটা চা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দা। এ ২ জন ছাড়াও লিঙ্ক ম্যানের কাজ করার জন্য নকশালবাড়ি এলাকা থেকে গোপাল কাঠি এবং পানিঘাটা বাজার এলাকা  থেকে খান বাহাদুর প্রধানকে গ্রেফতার করে পুলিশ। একটি গোপন অভিযান পরিচালনার মধ্য দিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

দার্জিলিং জেলার সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ কুনাল আগরওয়াল সাংবাদিকদের জানান, ৫৪ বছরের মগন সেনা বাহিনীর একজন প্রাক্তণ জওয়ান। একটি খুনের অভিযোগে জেলে যাবার জন্য তাকে সেনা বাহিনী থেকে বহিষ্কার করা হয়।

গত শুক্রবার রাজস্থানের জয়পুর থেকে গুপ্তচরবৃত্তির দায়ে সেনা বাহিনীর এক কেরানিকে গ্রেফতারের পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেই মগন বাহাদুরসিংকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে মগন বাহাদুরকে জেরা করে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে বাকি তিন জনকে গ্রেফতার করা হয়।

এই গুপ্তচররা কাঠমাণ্ডুতে থাকা কোনো এক পাকিস্তানি এজেন্টকে ভারতের নিরাপত্তা সম্পর্কে তথ্য সরবরাহ করতো বলে জানা গেছে। তাদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এসব কাগজপত্র ও মোবাইল ফোন থেকে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে ধারণা পুলিশের।

এদিকে, আরও দুই প্রাক্তন সেনা অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দফতরে নিয়ে আসা হয়েছে। দার্জিলিং জেলার সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ কুনাল আগরওয়াল জানান, সমস্ত তথ্য জয়পুর পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থার কাছে পাঠানো হয়েছে। সোমবার অভিযুক্তদের কালিংপং  আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২০, ২০১৩  
ভিএস/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।