ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘বেটিং’ বন্ধে নতুন আইন হচ্ছে ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মে ২০, ২০১৩

কলকাতা: আই পি এল -এর স্পট ফিক্সিং এর পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। খেলাধুলোতে `বেটিং` বন্ধ করে সরকার নতুন আইন আনছে।

রোববার দিল্লিতে এই কথা জানান ভারতের আইনমন্ত্রী কপিল সিব্বাল। তিনি আরও জানান এই নতুন আইন এমন ভাবে তৈরি করা হবে, যার মাধ্যমে `বেটিং` কে পুরোপুরি বন্ধ করা যায়।

এই আইনের বিষয় ভারতের ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং এর সঙ্গে শ্রী সিব্বাল কথা বলেছেন বলে জানা গেছে। শ্রী সিব্বাল বলেন আই পি এল -এর স্পট ফিক্সিং এর ঘটনা ভারতের ক্রীড়া জগতে একটি অন্ধকারময় অধ্যায়।

এই ঘটনার ফলে ক্রীড়া প্রেমীদের মনে এক অবিশ্বাসের জন্ম নিয়েছে বলে তিনি জানান। শ্রী সিব্বাল জানান আগামী দিনে যে আইন তৈরি করা হবে তার রূপরেখা ক্রীড়া দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

তিনি বলেন এই আইন যথেষ্ট কড়া করে নির্মাণ করা হবে। এতে লক্ষ্য রাখা হবে যেন কোন ভাবেই অপরাধী ছাড়া না পায়। এই আইনে `বেটিং `-কে নির্মূল করার চেষ্টা করা হবে বলে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ২০, ২০১৩  
ভাস্কর সরদার/ সম্পাদনা : এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।