কলকাতা: আই পি এল -এর স্পট ফিক্সিং এর পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। খেলাধুলোতে `বেটিং` বন্ধ করে সরকার নতুন আইন আনছে।
এই আইনের বিষয় ভারতের ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং এর সঙ্গে শ্রী সিব্বাল কথা বলেছেন বলে জানা গেছে। শ্রী সিব্বাল বলেন আই পি এল -এর স্পট ফিক্সিং এর ঘটনা ভারতের ক্রীড়া জগতে একটি অন্ধকারময় অধ্যায়।
এই ঘটনার ফলে ক্রীড়া প্রেমীদের মনে এক অবিশ্বাসের জন্ম নিয়েছে বলে তিনি জানান। শ্রী সিব্বাল জানান আগামী দিনে যে আইন তৈরি করা হবে তার রূপরেখা ক্রীড়া দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
তিনি বলেন এই আইন যথেষ্ট কড়া করে নির্মাণ করা হবে। এতে লক্ষ্য রাখা হবে যেন কোন ভাবেই অপরাধী ছাড়া না পায়। এই আইনে `বেটিং `-কে নির্মূল করার চেষ্টা করা হবে বলে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ২০, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা : এসএস