ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগরতলায় সাংবাদিক হত্যায় জেএফএ-র তদন্ত দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, মে ২০, ২০১৩
আগরতলায় সাংবাদিক হত্যায় জেএফএ-র তদন্ত দাবি

গৌহাটি থেকে: ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানীর ত্রিপুরায় সাংবাদিকসহ তিনজন হত্যার ঘটনায় গভীর শোক জানিয়ে এর তদন্ত দাবি করেছে আসাম সাংবাদিক ফোরাম (জেএফএ)।

সোমবার বাংলানিউজে পাঠানো বিবৃতিতে এ দাবি করেন জেএফএ-র প্রেসিডেন্ট রূপম বড়ুয়া ও সম্পাদক নব ঠাকুরিয়া।



বিবৃতিতে তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনার তদন্ত করতে হবে এবং নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।

ভারতের একটি দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, “অজ্ঞাতপরিচয় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে একটি বাংলা দৈনিকের অফিসে ঢুকে তিনজনকে ছুরিকাঘাত করে হত্যা করে। ”

পুলিশের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি জানায়, রোববার বিকেল ৩টায় প্যালেস কমপাউন্ডে দৈনিক গণদূতের অফিসে দুই মোটরসাইকেল আরোহী হামলা চালায়। এসময় তারা নিচতলায় প্রুফ রিডার ও চালককে ছুরিকাঘাত করে এবং এরপর দোতলা গিয়ে অফিস ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতের শিকার তিনজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতরা হলেন প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য (৩২), চালক বলরাম ঘোষ (৪০) ও অফিস ব্যবস্থাপক রণজিত চৌধুরী (৬০)।

জেএফএ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যে কোনো পরিস্থিতিতে একটি সংবাদপত্রের অফিসে হামলা বরদাশত করা হবে না। এ ঘটনায় ত্রিপুরার সাংবাদিকদের সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ২০, ২০১৩
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।