নয়াদিল্লি: ধর্ষিতার কৌমার্য পরীক্ষায় প্রয়োগ করা টু ফিঙ্গার টেস্টকে ধর্ষিতার জন্য অপমানজনক বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
বিচারপতি বিএস চৌহান ও বিচারপতি এফ কলিফুল্লার বেঞ্জ জানিয়েছে, কৌমার্য পরীক্ষায় ধর্ষিতার যোনিতে আঙুল ঢুকিয়ে পরীক্ষা করা হয়।
বর্তমান বিশ্বে ধর্ষণের প্রমাণের জন্য অনেক উন্নত ধরনের পরীক্ষা পদ্ধতি বেরিয়েছে উল্লেখ করে অবিলম্বে টু ফিঙ্গার টেস্ট বন্ধ করার আদেশ দেয় সুপ্রিম কোর্ট।
বিভিন্ন আন্তর্জাতিক আইনেও বলা আছে, নির্যাতিতার সম্মতি নিয়েই কোনও সম্মানজনক পদ্ধতিতে পরীক্ষা করতে হবে। তা ছাড়া নয়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ধর্ষণ প্রমাণের জন্য সোয়াপ টেস্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২০, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস