ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব আমিরাতে শ্রমিক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, মে ২০, ২০১৩
আরব আমিরাতে শ্রমিক বিক্ষোভ

ঢাকা: দুবাইয়ের সবচেয়ে বড় নির্মান প্রতিষ্ঠান আরবটেকের বিরুদ্ধে হাজার হাজার শ্রমিক বিক্ষোভে করছে। বেতন বৃদ্ধির জন্য দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন।

প্রসঙ্গত উপসাগরীয় এই দেশটিতে সকল প্রকার ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ।

বিশ্বের দীর্ঘতম ভবন বুর্জ খলিফা নির্মাতা এই কোস্পানিটি শ্রমিক বিক্ষোভের মুখে দুইদিন ধরে কাজ শুরু করতে পারছে না। ফলে বড় অঙ্কের ক্ষতির আশংকা করছে কোম্পানিটি।

একজন বিক্ষোভকারী রয়টার্সকে জানায়, কম মজুরি এবং ওভারটাইমের মজুরি পরিশোধ না করায় আমরা হতাশ।   বিক্ষোভকারীরা জানায়, তারা তাদের বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন।

আরব আমিরাতের শ্রমিকদের অধিকাংশই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল থেকে আগত। চুক্তির ভিত্তিতে এই সব শ্রমিকরা কাজ করে থাকেন। তবে শ্রমিক বিক্ষোভর ঘটনা দেশটিতে বিরল।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২০ ঘণ্টা, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।