ঢাকা: পাকিস্তানের গুজরাট শহরে একটি স্কুল বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকালের ওই দুর্ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছে।
পাকিস্তানের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ বলেন, “শনিবার স্কুলে যাওয়ার সময় বাসের ত্রুটিপূর্ণ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি পুরোপুরি পুড়ে যায়। ”
পাকিস্তান সরকার নিম্ন মানের গ্যাস সিলিন্ডার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও তা পালন করা হচ্ছে না বলেও উল্লেখ করছে দেশটির একটি সংবাদ মাধ্যম।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: আবু তালহা ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com