কলকাতা : ছত্তিশগড়ের সুকমায় কংগ্রেসের পরিবর্তন যাত্রায় শনিবার মাওবাদী হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। আহত অন্তত ৩৩।
এদিকে রোববার দ্বারভার জঙ্গল থেকে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল ও তাঁর ছেলে দীনেশকুমার পটেলের দেহ উদ্ধার হয়।
উল্লেখ্য, মাওবাদী হামলার পর থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন ছত্তিশগড় বিধানসভার সাবেক বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, রাজনন্দগাঁওয়ের সাবেক বিধায়ক উদয় মুদালিয়ারসহ ২৯ জন।
এদিকে এদিন সকালেই ছত্তিশগড় জঙ্গলে তল্লাশি শুরু করে সিআরপিএফ। তবে বৃষ্টির কারণে অভিযান ব্যাহত হচ্ছে । রোববার সকালেই ছত্তিশগড়ে ঘটনাস্থলে যান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী।
এদিন সকাল ১১টা নাগাদ ছত্তীশগড়ের রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। এছাড়া নিহতদের পরিজনদের সঙ্গেও দেখা করেন তাঁরা।
রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় জানিয়েছেন, মাওবাদীদের এই হামলা শুধুমাত্র কংগ্রেস নেতা, কর্মীদের ওপর নয়, গণতন্ত্রের ওপর হামলা।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী হামলার তীব্র নিন্দা করে তাঁর ঘোষাণায় জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী নিহত পরিবারবর্গের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘন্টা, মে ২৬, ২০১৩
এসপি/এসএস