ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে বিদ্রোহীদের হামলায় নিহত ৭ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ২৭, ২০১৩
ফিলিপাইনে বিদ্রোহীদের হামলায় নিহত ৭ পুলিশ

ঢাকা: ফিলিপাইনের উত্তরে বিদ্রোহীদের অতর্কিত হামলায় সাত পুলিশ নিহত ও সাত জন হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। সোমবার রাজধানী ম্যানিলার আলাকাপান এলাকায় ওই হামলা হয়।



জানা গেছে, নিউ পিপল’স আর্মির (এনপিএ) বিদ্রোহীরা পুলিশ সদস্যদের ওপর অতিকির্ত হামলা চালিয়েছে। নিহতরা চরমপন্থি দমনকারী বিশেষ বাহিনীর সদস্য।

পুলিশ জানায়, পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে বিদ্রোহীরা। এরপরেই বিস্ফোরণ ঘটানো হয়।

এনপিএ চার দশকের বেশি সময় ধরে ফিলিপাইনকে কমুনিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। বিদ্রোহী এ গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত।

এশিয়ার যেসব দেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন চলছে সেগুলোর একটি ফিলিপাইন।   এ বছরের শুরুতে সরকার ও বিদ্রোহীদের শান্তি আলোচনার  উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ২৭ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।