ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাদেন অভিযানে ব্যবহৃত ছুরি নিলামে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, মে ২০, ২০১৩
লাদেন অভিযানে ব্যবহৃত ছুরি নিলামে

ঢাকা: লাদেন হত্যা অভিযানে নেভি সিল বাহিনীর ব্যবহৃত একটি পকেট ছুরি নিলামে বিক্রি হয়েছে। ৩৫ হাজার চারশ ডলারে বিক্রিত ছুরিটির অর্থ অভিযানে অংশ নেওয়া নেভি সিল কর্মকর্তা ব্রেট শ্যাডলের পরিবারকে দেওয়া হবে।

ব্রেট শ্যাডল এ বছরের মার্চে একটি প্রশিক্ষণ-দুর্ঘটনায় মারা যান।

পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনের বাড়িতে বহু আলোচিত ২০১১ সালের ২ মে’র অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের এলিট ফোর্স নেভি সিল। অভিযানে অংশ নেওয়া ছয় সদস্য বিশিষ্ট নেভি সিল বাহিনীর আরেকজন ম্যাট বিসোনেট। ছয়জনের মধ্যে তিনিই একমাত্র ছুরি ব্যবহার করেন।
প্রসঙ্গত, ব্রেট শ্যাডল এবং ম্যাট ব্যাসোনেট ভালো বন্ধু ছিলেন।

বিসোনেটকে ২০০৩ সালে চাকুটি সরবরাহ করে ছুরি বানানোর বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইমারসন নাইভস’। লাদেন অভিযান ছাড়াও আরো বেশ কয়েকটি অভিযানেও বিসোনেট ওই ছুরিটি ব্যবহার করেন।

ম্যাট বিসোনেট লাদেন হত্যা অভিযানের পর মার্ক টোয়েন ছদ্মনামে ‘নো ইজি ডে’ নামে একটি বইও প্রকাশ করেন।

সম্প্রতি বিসোনেট ওয়াশিংটন ভিত্তিক অনলাইন বাজার কমব্যাট ফ্লিপ-ফ্লপসে চাকুটি নিলামে তোলেন। নিলামে তোলার কিছুক্ষণের মধ্যেই চাকুটি অজ্ঞাত এক ব্যক্তি ৩৫ হাজার চারশ ডলারে কিনে নেয়।

চাকু ছাড়াও ওই নিলামে আরো কয়েকটি বিশেষ অপারেশনের সরঞ্জাম তুলে প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা হয়। নিলাম আয়োজনে সহায়তাকারী সাবেক আর্মি রেঞ্জার সদস্য ম্যাথিউ গ্রিফিন জানান, চাকু থেকে উত্তোলিত ৩৫ হাজার ডলার ব্রেট শ্যাডেলের পরিবারকে দেওয়া হবে।

২৪ফান্ডরাইজারডটকমকে বিসোনেট জানান, কমবাট ফ্লিপ ফ্লপসের মালিক আমার বন্ধু। তিনি যখন আমাকে ছুরিটি নিলামে তুলতে বললেন, আমি সানন্দে রাজী হয়ে গেলাম। কারণ ছুরিটি থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ শ্যাডলের পরিবারকে দেওয়া হবে। আমি যে কোনভাবে ওই পরিবারটিকে সাহায্য করতে চাচ্ছিলাম।

বালাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২০ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।