আগরতলা (ত্রিপুরা): সোমবার সকালে দৈনিক গণদূত ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কথা বলেন পত্রিকার মালিক সম্পাদক সুশীল চৌধুরীর সাথে।
মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সঞ্জয় সিনহা। ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারাও।
উল্লেখ্য, রোববার বিকাল একদল আততায়ী হামলা চালায় দৈনিক গণদূত ভবনে। তাদের আক্রমণে নিহত হন ৩ জন সংবাদ কর্মী। আততায়ীরা প্রথমেই সেখানে পত্রিকার মালিক এবং সম্পাদক সুশীল চৌধুরীর খোঁজ করেন।
সে সময় পত্রিকা দপ্তরে তিনি ছিলেন না। অফিসের পেছনে নিজ বাড়িতে ছিলেন সুশীল চৌধুরী। বাড়ির সামনের দিকেই চলে পত্রিকা অফিসের কাজ। পত্রিকার সম্পাদককে না পেয়ে আততায়ীরা হামলা চালায় অন্য কর্মীদের উপর।
তাদের হামলায় নিহত হন গাড়ির চালক বলরাম ঘোষ, প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য, এবং ম্যানেজার রঞ্জিত চৌধুরী। মাংস কাটার ছুরি দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়।
তাদের গলার কণ্ঠনালী, পেট চিরে দেয় আততায়ীরা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রোববার রাতেই রাজধানী আগরতলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী এবং কর্মকর্তারা গিয়েছিলেন ঘটনাস্থলে।
ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সোমবার দুপুরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সেখানে গিয়ে সবার সাথে কথা বলেন। ঘটনার খোঁজ খবর নেন। এদিকে মহাকরণ সূত্রে খবর এই হত্যাকান্ডের সিআইডি তদন্ত দিতে চলেছে রাজ্য সরকার।
বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৩
তন্ময়/সম্পাদনা: এসএস