ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রজনন সময় ইলিশ শিকার নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মে ২০, ২০১৩
প্রজনন সময় ইলিশ শিকার নিষিদ্ধ

কলকাতা : মরশুমের শুরু থেকেই ইলিশ মাছ সংরক্ষণের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য দপ্তর। ইলিশের প্রজননস্থলগুলি চিহ্নিত করে, রাজ্য মৎস্য দপ্তর সেই সব এলাকায় মাছ ধরাই সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে।


    
ভাগীরথীর বিভিন্ন অংশ যেমন- মুর্শিদাবাদ জেলার লালবাগ থেকে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকা, কাটোয়া থেকে হুগলি ঘাট পর্যন্ত অংশে ইলিশ ধরা নিষিদ্ধ হয়েছে। ডায়মণ্ড হারবার থেকে নিশ্চিন্তপুর, গোদাখালি, সুন্দরবনের মাতলা, রায়মঙ্গল, ঠাকুরান নদীতে অবস্থিত স্যান্ডবারের পাশাপাশি পাঁচ বর্গকিলোমিটার এলাকাও ইলিশের সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইলিশের প্রাকৃতিকভাবে প্রজননের সময় জুন থেকে আগস্ট ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সংরক্ষিত এলাকায় মাছ শিকারই পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য দপ্তর।
    
২০১৩ সালের জানুয়ারিতে দিঘার মোহনায় এক সমাবেশে এই মতই ব্যক্ত করেছিলেন বিশেষজ্ঞরা। সহ মৎস্য কর্মকর্তা সুরজিৎ বাগ বলেন, ‘ব্যাপকভাবে শিকারের ফলে ইলিশের আকাল দেখা দিয়েছে।

প্রজননের সময় ডিম, মাছ ও জাটকা ধরার ফলে ইলিশের প্রজনন ব্যাহত হচ্ছে। ভরা মরশুমেও ইলিশের দেখা মিলছে না। তাই সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ এই প্রথম। ’
    
গত মরশুমে সে ভাবে জালে ওঠেনি ইলিশ। তাই এ বছর মরশুমের প্রথম থেকেই সতর্ক মৎস্য দপ্তর। ইলিশ শিকারে ছোট ফাঁসের জাল নিষিদ্ধ হয়েছে।

জুন থেকে মাছ শিকারের মরশুম শুরু হচ্ছে। ১৫ এপ্রিল থেকে ৩১ মে মাছেদের প্রজননের সময় সমুদ্রে মাছ শিকার নিষিদ্ধ থাকে। কিন্তু একশ্রেণির মৎস্যজীবী তা মানতে চান না। তাই এ বছর শুরু থেকেই কড়া ব্যবস্থা নিচ্ছে মৎস্য দপ্তর। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ২০, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।