ঢাকা: ব্লগিং এবং সোসাল নেটওয়ার্কি সাইট টুমলার কিনে নিচ্ছে ইয়াহু। ইয়াহুর কার্যনির্বাহী পরিষদ ১.১ বিলিয়ন ডলারে টুমলার কেনার অনুমোদন দিয়েছে।
খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইয়াহুর পক্ষ থেকে জানানো হবে বেল ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা জানায়।
যদি তাই হয় তাহলে, ২০১২ সালে জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে ইয়াহু প্রেসিডেন্ট ও সিইও মারিসা মায়ার সবচেয়ে বড় চুক্তি।
এক্যুইজিশনের শর্তানুযায়ী ইয়াহুর অধীনে টুমলার স্বাধীনভাবে পরিচালিত হবে। বর্তমানে টুমলার প্রধান ডেভিড কার্পও (২৬) স্বপদে বহাল থাকবেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। মূলত ২০০৭ সালে মার্কিন নাগরিক ডেভিড কাপের্র হাত ধরেই টুমলার প্রতিষ্ঠিত হয়।
জানা যায়, টুমলার ১৩-২০ বছর বয়সী ছেলেমেয়েদের কাছে ফেইসবুকের চেয়েও জনপ্রিয়। কোম্পানিটি প্রতিষ্ঠার পর সাম্প্রতিক সময়ে যখন বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা শুরু করেছে তখনই ইয়াহু কিনে নিল। এ বছর ১শ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যেমাত্রাও নির্ধারণ করেছিল টুমলার।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, টুমলার কেনার মাধ্যমে ইয়াহু আরো বড় সোসাল মিডিয়ায় পরিণত হবে। তরুণ অডিয়েন্সকেও আরো কাছে টানতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। এছাড়া ইন্টানেটের দুনিয়ায় ইয়াহু তার প্রতিদ্বন্দ্বী গুগল ও ফেইসবুকের সঙ্গে লড়াইয়েও টিকে থাকল।
এর আগে ইয়াহু ফান্স টেলিকমের মালিকানাধীন ভিডিও সাইট ডেইলিমোশন কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২০ ঘণ্টা, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর