ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীন-ভারত ৮টি চুক্তি স্বাক্ষরিত

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, মে ২০, ২০১৩
চীন-ভারত ৮টি চুক্তি স্বাক্ষরিত

নয়াদিল্লি : সোমবার মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কোকিয়াং দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন যে, ভারত-চীন একে অপরের পরিপূরক। দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নের ওপর জোর দিতে চায় উভয় দেশই।



প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধের যে ক্ষেত্রগুলি আছে তা যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মধ্য দিয়ে দূর করা হবে বলে দুই প্রধানমন্ত্রীই দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন।

উল্লেখ্য, মনমোহন সিং এবং লি কেকিয়াং ৮টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। এগুলির মধ্যে কৃষি-শিল্প ও বাণিজ্য সংক্রান্ত চুক্তি প্রাধান্য পেয়েছে। লি কেকিয়াং বলেছেন, আগামী দিনে আরও আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতেই স্থির হবে পরবর্তী পদক্ষেপ।
    
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারত এবং চীনের আর্থিক সম্পর্কের উন্নয়নের ওপর আমরা জোর দেব। বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। তবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় বিতর্কিত প্রশ্নগুলিও ওঠে।

উঠে আসে সীমান্ত সমস্যা এবং চীনের বিভিন্ন নদীপ্রকল্প ঘিরে ভারতের উদ্বেগের কথা। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ওপর ভিত্তি করে সমস্যাগুলির সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে।

সীমান্ত সমস্যা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন মনমোহন সিং।

দুই প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। লাদাখে সাম্প্রতিক ঘটনা নিয়েও কথা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

লি কেকিয়াং’র সঙ্গে চীনা সরকার ও শিল্প মহলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও এসেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর লি কেকিয়াংয়ের এই প্রথম বিদেশ সফর।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা,  মে ২০, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।