ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভুট্টো হত্যা মামলায় মোশাররফের জামিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, মে ২০, ২০১৩
ভুট্টো হত্যা মামলায় মোশাররফের জামিন

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সাবেক জেনারেল পারভেজ মোশাররফ জামিন পেয়েছেন।

সোমবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী বিশেষ আদালতের বিচারক হাবিবুর রহমান মোশাররফের জামিন মঞ্জুর করেন।



হাবিবুর রহমান জানান, জামিন পেলেও মোশাররফকে আদালতে দশ লক্ষ রুপি পরিশোধ করতে হচ্ছে।

তবে, মোশাররফ এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তার বিরুদ্ধে ২০০৬ সালে বেলুচিস্তানের বিদ্রোহী নেতা হত্যার মামলা রয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলার শুনানী ২২ মে পর্যন্ত মুলতবী ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২০ মে, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।