ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লি কিয়কিং’র কুশপুতুল দাহ জম্মুতে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ২০, ২০১৩

কলকাতা : জম্মু ওয়েষ্ট অ্যাসেমবিলি মুভমেন্ট -এর নেতৃত্বে চিনের প্রধানমন্ত্রী লি কিয়কিং-এর কুশপুতুল দাহ করা হয় জম্মুতে। তারা চিনের লাদাখে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।



এই বিক্ষোভ সমাবেশে জম্মু ওয়েষ্ট অ্যাসেমবিলি মুভমেন্ট-এর নেতা সুনীল ডিম্পল দাবী করেন যখন একদিকে চীন বারেবারে লাদাখে সৈন্য সমাবেশ করছে এবং সীমান্তে উত্তেজনার সৃষ্টি করছে, সেই সময় দিল্লি চীনের প্রধানমন্ত্রীকে লাল কার্পেট পেতে আহবান করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত রোববার জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার পার্টি এই একই দাবিতে বিক্ষোভ দেখায়। সোমবার বিকেলে হওয়া জমায়েতে বেশ কিছু চীনের বিরুদ্ধে লেখা পোস্টার ও ব্যানার দেখা যায়।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এদিন বলেন, লাদাখ নিয়ে চীনের অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি এও বলেন, ভারতের উচিত এ সর্ম্পকে চীনের কাছে তাদের নীতি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া।

প্রসঙ্গত উল্লেখ্য গত ১৫ এপ্রিল চীন লাদাখের ১৯ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। ওমর আবদুল্লা এই প্রসঙ্গে আরও বলেন, চীনের আগ্রাসন নীতির ফলে কাশ্মীর সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্য। তিনি আশা প্রকাশ করেন দিল্লি এই বিষয়টি স্মরণে রাখবে।

বাংলাদেশ সময়: ২০২০  ঘণ্টা,মে ২০,২০১৩  
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।