ঢাকা: তুরস্কে দুটি গ্যাস-বেলুন বিস্ফোরণে দুইজন পর্যটক নিহত হয়েছে। এছাড়া আরো ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি অনলাইন জানায়, উপরে উঠতে থাকা পর্যটক ভর্তি একটি বেলুনকে আরেকটি বেলুন আঘাত করলে প্রথম বেলুনটি বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
তুরস্কের কাপাডোসিয়া এই দুর্ঘটনা ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অঞ্চলটি পর্যটকদের খুবই পছন্দের স্থান হিসেবে পরিচিত। প্রতিবছর উল্লেখযোগ্য হারে পর্যটকরা কাপাডোসিয়ায় ভ্রমন করে থাকেন।
জানা গেছে, নিহতদের মধ্যে একজন ব্রাজিলের নাগরিক। তুরস্কের বেসামরিক বিমান চলাচল সংস্থা এই ঘটনার তদন্ত করছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলুনে আগুন লেগে ১৯ জন পর্যটক মারা গিয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক মার্কিন পর্যটক জানান, সোমবার সকালে প্রায় ১০০টি বেলুন আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বেলুনগুলো মাটি থেকে প্রায় ৩০০ মিটার উপরে ছিল।
বেলুনে হতাহত পর্যটকদের অধিকাংশই ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্পেনের নাগরিক।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২০ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর