ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, ২০ শিশুসহ নিহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৯, মে ২১, ২০১৩
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো, ২০ শিশুসহ নিহত ৯১

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে আঘাত হানা শক্তিশালী টর্নোডোতে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২০টি শিশু রয়েছে।

এছাড়া প্রচণ্ড ঝড়ে দুটি স্কুল বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ।

সোমবার বিকেলে ঘণ্টায় ৩২১ কিলোমিটার বেগে টর্নেডোটি ওকলাহোমায় আঘাত হানে। টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতি হয় শহরের দক্ষিণ এলাকা মুর। ঝড়ে আহত হয়ে প্রাথমিক চিকি‍ৎসা নেওয়া ১২০ জনের মধ্যে ৭০ জনই শিশু।

এদিকে নিহত ৯১ জনের মধ্যে ২০টি শিশু রয়েছে বলে মেডিকেল এক্সামিন অফিস থেকে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রচণ্ড ঝড়ে মুরের প্লাজা টাওয়ার সম্পূর্ণ ধসে পড়লে ভবনটিতে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী নিহত হয়। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। টর্নেডোটি আঘাত হানার সময় ৭৫ শিশু ভবনে অবস্থান করেছিল বলে সংবাদ মাধ্যম জানায়।

প্রায় ৫৫ হাজার মানুষের শহর মুরে টর্নেডো ৪৫ মিনিট স্থায়ী হয়। টর্নেডোর ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা। এতে প্রায় ৩২ হাজার মানুষ বিদ্যুৎহীন রয়েছেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও বির্পযস্ত হয়ে পড়েছে।

ওকলাহোমার আবহাওয়াবিদ রিক স্মিথ বলেন, “এটা নিশ্চিত যে, আবহাওয়া নিয়ে আমার ২০ বছরের কাজের মধ্যে এটি বেশি শক্তিশালী। ”

এদিকে, হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, দুর্যোগময় সময়ে ওকলাহোমা সরকারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) প্রয়োজনমতো সহযোগিতা করবে বলে জানায়। ফেমা এরই মধ্যে ওকলাহোমায় জরুরিভাবে বিশেষ দল পাঠিয়েছে। ওবামা প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

টেলিভিশন ভিডিওতে দেখা গেছে, টর্নেডোয় অসংখ্য বাড়িঘর নষ্ট হয়েছে। উড়ে গেছে প্রাইভেটকার।

টেলিভিশন চ্যানেল কেফোর একজন প্রতিবেদক টর্নেডোর ভয়াবহতা প্রসঙ্গে বলেন, “আমার ১৮ বছরের টর্নেডো কাভারেজের মধ্যে এটি সবচেয়ে লোমহর্ষক। ”

জাতীয় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বিল বান্টিং সোমবারের টর্নেডোকে ভয়ানক বলে উল্লেখ করেছেন। মুরে সিটি ম্যানেজারস অফিসের কর্মরত এ নারী বলেন, টর্নেডোয় অসংখ্য মানুষ আহত হয়েছেন।

টর্নেডো সতর্কতায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। রোববারও ওকলাহামায় টর্নেডো আঘাত হানে। এতে দুইজন নিহত হয়। আহত হয় ৩৯ জন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।