ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, মে ২১, ২০১৩

নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ও মধ্যভারতের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ।
মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস, আর রাজস্থানের তাপপ্রবাহ দাঁড়িয়েছে ৪৮ ডিগ্রিতে।

আগামী কয়েকদিনেও তাপপ্রবাহ বজায় থাকবে বলে সতর্ক বার্তা জারি করেছে ভারতের মৌসুম ভবন।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের তিনদিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে আন্দামানে বর্ষা শুরু হয়েছে। ৩ জুনের মধ্যে কেরালাতেও বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কিন্তু, রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এবং মধ্যভারত জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ।

মৌসুম ভবন সূত্রে জানা গেছে, দিল্লির পাশাপাশি তাপপ্রবাহ শুরু হয়েছে জম্মু-কাশ্মির, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশের কিছু অংশ ও উত্তরা খণ্ডে।

আগামী ২৪ মে পর্যন্ত এ তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। ২০১০ সালের পর এত দীর্ঘসময় ধরে তাপপ্রবাহের কবলে পড়লো দিল্লি।

এদিকে, তাপপ্রবাহের কবলে পড়েছে মধ্যভারতের ভূপালও। এদিন ভূপালের তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে বাইরে বের হতে পারছেন না মানুষ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।