ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গুয়েতেমালার সাবেক নেতা মনতোয়ের কারাদণ্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মে ২১, ২০১৩
গুয়েতেমালার সাবেক নেতা মনতোয়ের কারাদণ্ড বাতিল

ঢাকা: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষীসাব্যসস্ত করে গুয়েতেমালার সাবেক সামরিক শাসক এফরাইন রিয়োস মনতোকে যে কারাদণ্ড দেওয়া হয়েছিল তা বাতিল করেছে দেশটির সাংবিধানিক আদালত।

সাংবিধানিক আদালত, মনতোর ৮০ বছরের কারাদণ্ড বাতিল করে নতুন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে।


আদালত নির্দেশ দিয়েছে, ১৯ এপ্রিল থেকে পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

১৯৮২-১৯৮৩ সালে তার শাসনামলে আইঝিল মায়া সম্প্রদায়ের এক হাজার ৭৭১ জনকে হত্যার দায়ে ১০ মে মনতোকে ৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকারে করেন তিনি।

সোমবার সাংবিধানিক আদালত এপ্রিলে শুনানি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরের বিচার প্রক্রিয়াকে বাতিল করে। ওই সময় দুই বিচারকের কে শুনানিতে অংশ নেবেন তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

মনতোর আইনজীবীর প্রেক্ষিতে সাংবিধানিক আাদলত এ নির্দেশ দিল। আইনজীবীর অভিযোগ, বিচার প্রক্রিয়া ভুল ছিল।

গত মার্চে রিয়োস মনতোর বিরুদ্ধে বিচার শুরু হয়। কিন্তু বিভিন্ন কারণে বিচার বিলম্ব হয়। শুনানির সময় সেনাদের চালানো হত্যাকাণ্ডের মর্মান্তিক বর্ণনা দিয়েছেন অনেক সাক্ষী।

গত মে মাসে গুয়েতেমালার জাতীয় ট্রাইব্যুনাল জেনারেল রিয়োস মনতোকে মানবতাবিরোধী অভিযোগে দোষীসাব্যস্ত করে।

ধারণা করা হয়, গুয়েতেমালায় ১৯৬০ থেকে ১৯৯৬ সালে গৃহযুদ্ধে প্রায় দুই লাখ লোক নিহত হয় যাদের অধিকাংশই ছিল মায়া উপজাতিভুক্ত। রিয়োস মনতোর ১৭ মাসের শাসনামলে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

২০১২ সালে সাবেক জেনারেল রাজনীতি থেকে বিদায় নেন রিয়োস মনতো। বর্তমানে তিনি এখন একটি সামরিক হাসপাতালে বন্দী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।