কলকাতা : পশ্চিমবঙ্গে জনসংখ্যা ৯ কোটি ছাড়াল। ২০১১ সালের শুমারী দিনকয়েক আগে প্রকাশিত হয়েছে।
২০১১ সালের তথ্য অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যা ৯ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার ১১৫ জন। ২০০১-১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ১ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ১১৮ জন বৃদ্ধি পেয়েছে।
এই জনসংখ্যার মধ্যে গ্রামাঞ্চলে বসবাস করেন ৬ কোটি ২১ লক্ষ ৯৩ হাজার ২ জন। রাজ্যের জনসংখ্যা জনঘনত্বে প্রতি বর্গ কিমিতে ১ হাজার ২৮ জন। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা জেলা সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ এলাকা। এই জেলায় প্রতি বর্গ কিমিতে ২৪ হাজার ৩০৬ জন বসবাস করেন।
২০১১ সালে পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার পরিমাণ ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন। যাদের মধ্যে ২ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬৭০ জন মুসলিম।
পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার সূত্রে প্রকাশ, রাজ্যের মোট জনসংখ্যার ২৭.৮ শতাংশ হল মুসলিম জনসংখ্যা। যাদের মধ্যে শূন্য থেকে ছয় বছর বয়সী ৩৬.৬ শতাংশ শিশু মুসলিম সম্প্রদায়ভুক্ত।
বাংলাদেশ সময় : ১৪৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস