নয়াদিল্লি : ভারতের রাষ্ট্রপতি ভবন পরিদর্শনে প্রতিদিনই ভিড় জমে পর্যটকদের। দেশ-বিদেশের বহু পর্যটক রাষ্ট্রপতি ভবন পরিদর্শনে জন্য আসেন দিল্লিতে।
এখন থেকে রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করতে হলে ২৫ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে। রাষ্ট্রপতি ভবনসহ মোঘল গার্ডেনের জন্য এই চার্জ নেওয়া হবে। ১ আগস্ট থেকে পর্যটকদের কাছ থেকে নয়া এই চার্জ নেওয়া হবে। এই টাকা রাষ্ট্রপতি ভবনের দেখাশোনা এবং পর্যটকদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যয় করা হবে বলে জানা গেছে।
২০১৩ সালের ১ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি ভবন ও মোঘল গার্ডেনের জন্য অন লাইন বুকিং শুরু হয়েছিল। এই অনলাইনের সুবিধা পেতে পারে ৩৪ হাজার ৩০০ জন পর্যটক।
নয়া এই রেজিস্ট্রেশন চার্জ থেকে অব্যহতি দেওয়া হবে প্রতিবছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। কারণ, ওই সময়ই জনসাধারণের জন্য মোঘল গার্ডেন খুলে দেওয়া হয়।
তাছাড়া প্রতি শুক্র, শনি এবং রোববার রাষ্ট্রপতিভবন জনগণের জন্য খুলে দেওয়া হয় তখনও এই ২৫ টাকা চার্জ লাগবে। অনলাইনেও পর্যটকরা টাকা মেটাতে পারবেন। ১২ বছরের নিচে শিশুদের এই চার্জ থেকে মুক্ত করা হয়েছে। প্রতিদিন গড়ে ৬৫০ জন পর্যটক রাষ্ট্রপতিভবন পরিদর্শনে আসেন।
বাংলাদেশ সময় : ১৫০৫, মে ২১, ২০১৩
এসবি/সম্পাদনা: এসএস