কলকাতা: মনিপুর রাজ্যের থৌবাল জেলার পালিল অঞ্চলে ‘কম্যান্ড কমপ্লেস্ক’র সামনে এক শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে।
রাজধানী ইম্ফল থেকে ৪০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়- এটা কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ। তারা সোমবার রাতে এ বিস্ফোরকটি রেখে যায় বলে মনে করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, এ বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে বেশ কয়েক কিলোমিটার দূর থকেও এর শব্দ শোনা যায়। মনে করা হচ্ছে পুলিশের ওপর আঘাত হানার জন্যই থানা থেকে সামান্য দূরে এ বিস্ফোরকটি রাখা হয়েছিল।
এখনও কোনো জঙ্গি গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।
এঘটনায় গোটা রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া ব্যাপক পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা,মে ২১,২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস