ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে ফের বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ২১, ২০১৩
ইরাকে  ফের বোমা হামলায় নিহত ১৩

ঢাকা: ইরাকজুড়ে ধারাবাহিক বোমা হামলায় ৭০ জন নিহত হওয়ার পর মঙ্গলবার নতুন করে বোমা হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় ১৩ জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছে।



ইরাকের দক্ষিণাঞ্চলীয় তুজ খুরমাতো শহরে দুটি গাড়িবোমা হামলা, কিরকুকে একটি গরুর বাজারে বোমা বিস্ফোরণ ও তারমিয়াহ শহরে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

সোমবার ইরাকজুড়ে ধারাবাহিক বোমা হামলায় ৭০ জন নিহত ও অনেকে আহত হয়। এ হামলার দায় এ পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ইরাকের নিরাপত্তা কৌশল পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরাকে সাম্প্রদায়িক সংসহিংসতা করতে দেওয়া হবে না জঙ্গীদের।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ২১ ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।