ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সংবাদকর্মী হত্যার প্রতিবাদে ত্রিপুরায় হরতাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মে ২১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  মঙ্গলবার ত্রিপুরায় হরতাল পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবেই। সংবাদপত্র দপ্তরে আততায়ীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এদিন হরতালের ডাক দেয়।



মঙ্গলবার বেলা দুপুর পর্যন্ত হরতালকে কেন্দ্র করে কোন হিংসাত্মক ঘটনার খবর নেই। তবে দোকানপাট, হাট-বাজার, স্কুল-কলেজ, অফিস-আদালত সবই বন্ধ।

এদিন সকালে হরতাল সমর্থকরা মহাকরণে ঢুকতে বাঁধা দেয় রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল। হরতাল-এর কারণে এসব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
 
দৈনিক ‘গণদূত’ পত্রিকা দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে হরতাল ডেকেছিল কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র অশোক সিনহা জানিয়েছেন রাজধানীর প্রাণকেন্দ্রে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা শুধু নিন্দনীয়ই নয় তা নজির বিহীনও।

এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মঙ্গলবার ১২ ঘণ্টার আগরতলা হরতাল এর ডাক দেয় রাজ্য কংগ্রেস। গোটা আগরতলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই হরতাল।    হরতাল সমর্থনে এদিন আগরতলার রাস্তায় নামেন কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বিভিন্ন রাজপথ অচল করে দেন।

এদিকে একই দাবিতে ত্রিপুরা প্রগতীশীল গ্রামীণ কংগ্রেস ১২ ঘণ্টার ত্রিপুরা হরতাল এর ডাক দিয়েছে। এই দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক জানিয়েছেন, যে ঘটনা রাজধানীর বুকে ঘটেছে তাতে রাজধানীর মানুষ আতঙ্কিত।

এদিন সকালে সুবল ভৌমিকের নেতৃত্বে তার দলের কর্মী সমর্থকরা হরতাল এর সমর্থনে পিকেটিং করেন। রাজধানীর আইজিএম চৌমুহনীতে পুলিশ তাদের বাধা দেয়।

উল্লেখ্য, রোববার বিকেলে একদল আততায়ী হামলা চালায় দৈনিক গণদূত  ভবনে। তাদের আক্রমণে নিহত হন তিনজন সংবাদকর্মী। আততায়ীরা প্রথমেই সেখানে পত্রিকার মালিক এবং সম্পাদক সুশীল চৌধুরীর খোঁজ করেন।

সে সময় পত্রিকা দপ্তরে তিনি ছিলেন না। অফিসের পেছনে নিজ বাড়িতে ছিলেন সুশীল চৌধুরী। বাড়ির সামনের দিকেই চলে পত্রিকা অফিসের কাজ। পত্রিকার সম্পাদককে না পেয়ে আততায়ীরা হামলা চালায় অন্য কর্মীদের উপর।

তাদের হামলায় নিহত হন গাড়ির চালক বলরাম ঘোষ, প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য এবং ম্যানেজার রঞ্জিত চৌধুরী। মাংস কাটার ছুরি দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়।

তাদের গলার কণ্ঠনালী ও পেট চিরে দেয় আততায়ীরা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের নিয়ে যাওয়া হয়েছিল জিবি হাসপাতালে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।